যাত্রী সংকটে আরো ২টি হজ ফ্লাইট বাতিল

যাত্রী সংকটে আরো ২টি হজ ফ্লাইট বাতিল
আজ বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দুইটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ই-ভিসা জটিলতার আবর্তে যাত্রী সংকটের কারণে এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২৭টি। এর মধ্যে ২৩টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি চারটি সৌদি এয়ারলাইন্সের। 
 
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার (বিজি-৫০৪৫) ও বিকেল ৪টা ৩৫ মিনিটের (বিজি-৩০৫৩) ফ্লাইট দুইটি বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের (বিজি ১০৫১) ফ্লাইটটি বাতিল হয়েছে। গত ৪ আগস্টের যে দুইটি ফ্লাইট স্থগিত ঘোষণা ছিল সেগুলোও বাতিল হয়েছে।
 
এদিকে ৮আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুইটি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়।
 
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৬আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। 
 
ইত্তেফাক/কেকে

No comments

Powered by Blogger.